তাইওয়ানের জলসীমায় ঢুকে পড়ল চীনা জাহাজ, অতঃপর…

| আপডেট :  ৩০ অক্টোবর ২০২৪, ০৭:২৯  | প্রকাশিত :  ৩০ অক্টোবর ২০২৪, ০৭:২৯

কিনমেন দ্বীপের সংরক্ষিত জলসীমায় চীনের কোস্টগার্ডের ৪টি জাহাজ ঢুকে পড়ার পর উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার তাইওয়ানের নিয়ন্ত্রিত ওই দ্বীপের জলসীমায় জাহাজগুলো ঢুকে পড়ে। এরপর তাইওয়ানের কোস্টগার্ড অ্যাডমিনিস্ট্রেশন-সিজিএ চীনা জাহাজগুলোকে সতর্ক করে দেয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, সিজিএ’র জাহাজগুলো চীনের কোস্টগার্ডের জাহাজগুলোকে অনুসরণ করছে। এসময় সিজিএ’র জাহাজ থেকে তাদের ওই এলাকা ছাড়তে লাউডস্পিকারে নির্দেশ দিতেও শোনা যায়। 

পরে এক বিবৃতিতে সিজিএ জানায়, জিয়ামেন থেকে ৩টি ও কুয়ানঝৌ থেকে চীনা কোস্টগার্ডের একটি জাহাজ তাদের রাডারে ধরা পড়ে। চলতি বছর কিনমেন ও মাৎসু দ্বীপের জলসীমা চীনের জাহাজ ৪৮ বার দেখা গেছে বলে দাবি করেছে সিজিএ। তবে এ নিয়ে মুখ খোলেনি চীন।

সম্প্রতি তাইওয়ানকে ঘিরে জয়েন্ট সোর্ড-২০২৪ বি নামে একটি মহড়া চালায় চীন। এরপরই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পায়। চীনের এমন মহড়ার কড়া নিন্দা জানায় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় যথাযথ বাহিনী মোতায়েনেরও হুমকি দেয় তাইওয়ান।

তাইওয়ান আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করেনি, তবে এক চীন নীতির অধীনে দ্বীপকে নিজেদের অংশ বলে মনে করে বেইজিং। তবে তাইওয়ানের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তাদের দাবি, তাইওয়ান প্রণালি আন্তর্জাতিক জলসীমায় পড়েছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত