অক্টোবরে ২০০ নারী-কন্যাশিশু নির্যাতনের শিকার
অক্টোবর মাসে ২০০ নারী ও কন্যাশিশু নিযাতনের শিকার হয়েছে। এর মধ্যে ৭৪ জন কন্যাশিশু এবং ১২৬ জন নারী নির্যাতনের শিকার হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ মহিলা পরিষদের মাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, এ মাসে ধর্ষণের শিকার হয়েছে ৩০ কন্যাসহ ৪৪ জন। তারমধ্যে দুই কন্যাসহ আটজন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, এক কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়াও সাত কন্যাসহ ৯ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
যৌন নিপীড়নের শিকার হয়েছে সাত কন্যাসহ ৯ জন। দুই কন্যাসহ চারজন উত্ত্যক্তকরণের শিকার হয়েছে। এসিডদগ্ধের শিকার হয়েছে দুজন, তারমধ্যে একজনের এসডিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। তিনজন অগ্নিদগ্ধের শিকার হয়েছে, তারমধ্যে দুজনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ছয়জন, তারমধ্যে চারজন যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছে। শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ১০টি, এরমধ্যে কন্যা একজন। তিনজন গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে, তারমধ্যে হত্যার ঘটনা ঘটেছে একজন কন্যা।
এ ছাড়াও বিভিন্ন কারণে চারজন কন্যাসহ ৫০ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়াও দুজনকে হত্যার চেষ্টা করা হয়েছে। পাঁচজন কন্যাসহ ১৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ছয়জন কন্যাসহ ১৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, তারমধ্যে একজন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। চারজন কন্যাসহ ছয়জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। বাল্যবিয়ের ঘটনা ঘটেছে ৪টি। এ ছাড়াও বাল্যবিয়ের চেষ্টার ঘটনা ঘটেছে দুটি। দুজন সাইবার ক্রাইমের শিকার হয়েছে। এ ছাড়া ১২ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত