হবিগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ২ চালকের

| আপডেট :  ০১ নভেম্বর ২০২৪, ০৬:১৭  | প্রকাশিত :  ০১ নভেম্বর ২০২৪, ০৬:১৭

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শায়েস্তাগঞ্জের নূরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, বাসচালক রাজু মিয়া (৩৫) এবং ট্রাকচালক আজিজুল হক (৪০)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম বলেন,  ঢাকা থেকে সিলেটগামী মিতালি পরিবহনের একটি বাস অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে বাস ও ট্রাকের সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন,দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়। গুরুতর অবস্থায় দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি তৈমুর ইসলাম বলেন, নিহতদের পুরো পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে। এই দুর্ঘটনার কারণে মহাসড়কে তিন ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ ছিল। ফলে মহাসড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত