বদির ম্যানেজার জাফর গ্রেপ্তার

| আপডেট :  ০১ নভেম্বর ২০২৪, ০১:০১  | প্রকাশিত :  ০১ নভেম্বর ২০২৪, ০১:০১

কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ম্যানেজার জাফর আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। জাফর টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি।

শুক্রবার (১ নভেম্বর) সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে পটপরিবর্তন হলে আত্মগোপনে চলে যান জাফর আলম ওরফে জাফর চেয়ারম্যান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত