ব্যালন ডি’অর জয়ী রদ্রিকে দলে নিতে মরিয়া রিয়াল

| আপডেট :  ০১ নভেম্বর ২০২৪, ০৩:৪১  | প্রকাশিত :  ০১ নভেম্বর ২০২৪, ০৩:৪১

ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ও ২০২৪ ব্যালন ডি’অর বিজয়ী রদ্রিকে দলে ভেড়াতে চায় রিয়াল মাদ্রিদ, এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া পত্রিকা এএস। ২৮ বছর বয়সী এই স্প্যানিশ তারকার সঙ্গে ম্যানচেস্টার সিটির চুক্তি ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত রয়েছে। তবে খবরে বলা হয়েছে, রদ্রি ম্যানচেস্টার সিটিতে চুক্তি বাড়ানো অথবা রিয়ালে যোগ দেওয়ার মধ্যে যেকোন একটি সিদ্ধান্ত নেবেন।

সূত্র মতে, রদ্রির এজেন্ট পাবলো বারকেরো, যিনি বিখ্যাত রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার রাউল গঞ্জালেজেরও প্রতিনিধিত্ব করেন এবং ক্লাবের ব্যবস্থাপনার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখেন, ইতিমধ্যেই ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে রদ্রির জন্য নতুন চুক্তির প্রস্তাব পেয়েছেন। তবে মাদ্রিদে ফিরে এসে বিশ্বের অন্যতম শক্তিশালী ক্লাবে যোগ দেওয়ার ব্যাপারেও বেশ আগ্রহী রদ্রি।

আগের খবরে জানা গেছে, রিয়াল মাদ্রিদ তাদের তারকা ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডি’অর না পাওয়ায় প্যারিসের ব্যালন ডি’অর অনুষ্ঠানে প্রতিনিধিত্ব না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। এ বছর এই সম্মান পেয়েছেন রদ্রি।

উল্লেখ্য, রদ্রি ২০১৯ সাল থেকে ম্যানচেস্টার সিটির হয়ে খেলছেন এবং ট্রান্সফারমার্কেট অনুযায়ী তার বাজারমূল্য বর্তমানে ১৩০ মিলিয়ন ইউরো। তবে রিয়াল যদি তাকে দলে ভেড়াতে চায় তবে এর চেয়েও বেশি মূল্য দিতে হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত