অবসরের পর কী করবেন মেসি? জানালেন নিজের ভাবনা

| আপডেট :  ০১ নভেম্বর ২০২৪, ০৪:৩৭  | প্রকাশিত :  ০১ নভেম্বর ২০২৪, ০৪:৩৭

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি তার ফুটবল ক্যারিয়ারের পরবর্তী ধাপে কী করতে চান, তা নিয়ে ভাবতে শুরু করেছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) এ ইন্টার মায়ামির হয়ে এবং আর্জেন্টিনা জাতীয় দলের পক্ষে খেলছেন মেসি, তবে ৩৭ বছর বয়সে পৌঁছানোয় তার ক্যারিয়ারের শেষ সময়ও ঘনিয়ে আসছে।

 

সম্প্রতি ফুটবলের অন্যতম জনপ্রিয় সাংবাদিক ইতালির ফ্যাব্রিজিও রোমানোকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, অবসরের পর কোচিং তাকে তেমন আকৃষ্ট করে না, তবে তিনি একেবারে এ পথটি বর্জনও করছেন না। মেসি বলেন, ‘আমি জানি না অবসরের পরে ঠিক কী করতে চাই। কোচিংয়ে যাওয়ার ইচ্ছা আমার নেই, তবে কিছু এখনও স্পষ্ট নয়। আমি দিনকে দিন জীবনযাপন করতে পছন্দ করি, তাই বর্তমানে শুধু খেলা, অনুশীলন এবং মাঠে মজা করাই আমার লক্ষ্য।’

 

মেসি অবসরে যাওয়ার আগে, ইন্টার মায়ামি ক্লাবের হয়ে তার প্রাক্তন ক্লাব পিএসজির বিপক্ষে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগও পেতে পারেন। ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামি স্বাগতিক ক্লাব হিসেবে খেলবে, যেখানে পিএসজি আগেই যোগ্যতা অর্জন করেছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তাদের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং যদি গ্রুপ পর্বে ইন্টার মায়ামি পিএসজির মুখোমুখি হয়, তবে তা দারুণ আকর্ষণ সৃষ্টি করবে। এছাড়াও বার্সার হয়ে খেলার সময় তার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সাথেও মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত