গৃহবধূ আলেয়া হত্যায় স্বামী আটক

| আপডেট :  ০১ নভেম্বর ২০২৪, ১০:০২  | প্রকাশিত :  ০১ নভেম্বর ২০২৪, ১০:০২

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উত্তরগাঁও এলাকায় এক গৃহবধূ আলেয়া আক্তারকে হত্যার অভিযোগে তার স্বামী মোজাম্মেল বেপারিকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে মোজাম্মেলকে পৌরসভা ৭নং ওয়ার্ডের উত্তরগাঁও এলাকা থেকে আটক করা হয়। শুক্রবার (১ নভেম্বর) সকালে স্বীকারোক্তির পর রিমান্ডের জন্য তাকে আদালতে পাঠানো হয়।

মোজাম্মেল পৌর এলাকার ৭নং ওয়ার্ডের উত্তরগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে। নিহত আলেয়া আক্তার নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশকলি গ্রামের তাহের মিয়ার বড় মেয়ে।

পুলিশ জানায়, মোজাম্মেল ও আলেয়া একই কারখানায় চাকরি করতেন। এ কারণে তাদের মধ্যে সম্পর্ক হয়। চার মাস আগে তারা বিয়ে করেন। গত মঙ্গলবার গভীর রাতে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আলেয়াকে মোজাম্মল মারধর করে ও শ্বাসরোধ করে হত্যা করেন। এদিকে গভীর রাতে মেয়ের অসুস্থতার খবর পান তার বাবা। পরদিন মেয়ের বাড়িতে গিয়ে তিনি জানতে পারেন তার মেয়েকে হত্যা করে বাড়ি থেকে সবাই পালিয়ে গেছে। পরে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ করেন তিনি।

কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন কালবেলাকে বলেন, আমরা ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে আটক করতে সক্ষম হই। জিজ্ঞাসাবাদে তিনি আলেয়া আক্তারকে শ্বাসরোধে হত্যার বিষয়টি স্বীকার করেন। তাই তাকে রিমান্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত