কুড়িগ্রামে ৮ জুয়াড়ি গ্রেপ্তার
কুড়িগ্রামের চিলমারীতে জুয়ার আসর থেকে আট জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) সকালে চিলমারী মডেল থানার ওসি মো. নাজমুস সাকিব সজিব বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার পাঁচজন হলেন, উপজেলার মুদাফত এলাকার রেজওয়ান আলী (৪৮), বহরেরভিটা এলাকার আনিসুর রহমান (৪৫), কিসামত বানু এলাকার মোহাম্মদ আতিকুর রহমান লিটন (৩৮), তবকপুর এলাকার আব্দুর রাজ্জাক (৩৫) ও উঁচাভিটা এলাকার মোহাম্মদ নূরনবী, উলিপুর কবিরাজপাড়া এলাকার মোহাম্মদ ফুলমিয়া (৬৬), পূর্ব বজড়া এলাকার মোহাম্মদ আতিকুর রহমান (৩৬) ও মো. মোস্তাফিজুর রহমান (৪৫)।
ওসি মো. নাজমুস সাকিব সজিব বলেন, শুক্রবার (১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে থানাহাট ইউনিয়নের উচাভিটা আশ্রয়ণ প্রকল্পের অব্যবহৃত আইয়ুব আলীর ঘর থেকে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামাদি আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতের সোপর্দ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত