শেখ হাসিনাকে কীসের ভিত্তিতে আশ্রয়, জানতে চান ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী

| আপডেট :  ০৪ নভেম্বর ২০২৪, ০৬:০৯  | প্রকাশিত :  ০৪ নভেম্বর ২০২৪, ০৬:০৯

ভারতের ঝাড়খন্ড রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির ইশতেহার প্রকাশের পর, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক তীব্র প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তিনি জানতে চেয়েছেন, কীসের ভিত্তিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে। সোরেন স্পষ্ট করে বলেছেন, ‘আমি জানতে চাই, বিজেপির কি এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে কোনো গোপন সমঝোতা রয়েছে?’

রোববার (৩ নভেম্বরে) নির্বাচনী সমাবেশে সোরেন বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি ‘অনুপ্রবেশকারীদের’ নিয়ে বারবার মন্তব্য করছেন, কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশি অনুপ্রবেশ ঘটে বিজেপি শাসিত রাজ্যগুলোর মাধ্যমে।

এর আগে ভারতের ঝাড়খন্ড রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির ইশতেহার প্রকাশের সময়, অমিত শাহ ঝাড়খন্ড রাজ্য সরকারের বিরুদ্ধে বাংলাদেশি ‘অনুপ্রবেশকারীদের’ আশ্রয় দেওয়ার অভিযোগ করেন। অমিত শাহ বলেন, ‘আপনারা অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছেন। তাদের আপনার ভোটব্যাংক করেছেন।

সোরেন অমিত শাহের মন্তব্যের জবাবে বলেন, ‘আপনারা অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছেন এবং তাদের দিয়ে ভোটব্যাংক বানিয়েছেন।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে তিনি আরও প্রশ্ন তোলেন, ‘কীসের ভিত্তিতে শেখ হাসিনাকে ভারতে অবতরণ ও আশ্রয়ের অনুমতি দেওয়া হয়েছে?’

মুখ্যমন্ত্রী সোরেনের এই মন্তব্য আসন্ন নির্বাচনে বিজেপির বিরুদ্ধে জনমত গড়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তার বক্তব্য ভারতের রাজনৈতিক চিত্রে নতুন বিতর্কের সূচনা করেছে এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে কঠোর সমালোচনার জন্ম দিয়েছে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। ৫ আগস্ট, শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টার ভারতীয় মাটিতে অবতরণ করে, এরপর থেকে তিনি ওই দেশে অবস্থান করছেন। সোরেনের প্রশ্নগুলো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে গভীর তাৎপর্য বহন করে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত