অনুপ্রবেশ নিয়ে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা
অনুপ্রবেশ নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ’র বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন ঝাড়খন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তার অভিযোগ, অমিত শাহ অনুপ্রবেশ নিয়ে বারবার মন্তব্য করলেও বাস্তবে অনুপ্রবেশের ঘটনা ঘটছে মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোর সীমান্ত দিয়ে।
রোববার (৩ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ঝাড়খন্ড রাজ্যের নির্বাচনী প্রচারণায় গিয়ে মুখ্যমন্ত্রী সোরেন প্রশ্ন তোলেন, কেন কেন্দ্রীয় সরকার শুধু বিরোধী শাসিত রাজ্যগুলোতে অনুপ্রবেশের অভিযোগ তোলেন।
মুখ্যমন্ত্রীর মতে, কেন্দ্রীয় সরকারের উচিত সমগ্র দেশের নিরাপত্তা নিয়ে একসঙ্গে কাজ করা, কিন্তু তা না করে রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধী রাজ্যগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে!
এর আগে রাজনৈতিক দল বিজেপি রাজ্যের বিধানসভা নির্বাচনী ইশতেহার প্রকাশের সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঝাড়খন্ড রাজ্য সরকারকে অভিযুক্ত করে বলেন, ‘ঝাড়খন্ড রাজ্য সরকার অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে তাদের ভোটব্যাংকে পরিণত করেছেন।’
এ বক্তব্যের জবাবে রাজ্যটি’র মুখ্যমন্ত্রী সোরেন বলেন, ‘আপনারাই অনুপ্রবেশকারীদের ব্যবহারে অভ্যস্ত, তাদের নিয়ে রাজনীতি করছেন।’
রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোরের মতে, অনুপ্রবেশ ইস্যুতে সোরেনের এ প্রতিক্রিয়া আসন্ন নির্বাচনে বিজেপির বিরুদ্ধে জনমত গঠনে ভূমিকা রাখতে পারে। তার এ বক্তব্যে ভারতীয় রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এরইমধ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত