মা হারালেন লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম

| আপডেট :  ০৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৯  | প্রকাশিত :  ০৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৯

১২ দলীয় জোট শরিক বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব মো. আমিনুল ইসলামের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন। 

রোববার (০৩ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমা চার ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

লেবার পার্টির মহাসচিব মো. আমিনুল ইসলামের মায়ের মৃত্যুতে দলটির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারিক আলম রাজা, অ্যাডভোকেট জাকির হোসেন, সালমান খান বাদশা, দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হুমায়ুন কবির, মেহেদী হাসান হাওলাদার, শওকত হোসেন চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা লেবার পার্টির সভাপতি মো. আল আমিন হোসেন, ঢাকা মহানগর উত্তর লেবার পার্টির সভাপতি মো. আনিসুর রহমান ও সেক্রেটারি মো. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মফিদার রহমান মজনু, সহ-সাংগঠনিক সম্পাদক মাঈদুল ইসলাম আসাদ, চট্টগ্রাম জেলা লেবার পার্টির সভাপতি কবি ইকবাল হোসেন, বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি মো. হাবিবুল্লাহ ও সেক্রেটারি নিয়ামুল ইসলাম সিয়াম গভীর শোক প্রকাশ করেছেন। 

সোমবার (০৪ নভেম্বর) বিকেলে এক শোকবার্তায় লেবার পার্টির নেতারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত