আবরার ফাহাদের কবর জিয়ারত ছাত্রদল সম্পাদকের

| আপডেট :  ০৪ নভেম্বর ২০২৪, ১০:৫৩  | প্রকাশিত :  ০৪ নভেম্বর ২০২৪, ১০:৫৩

ছাত্রলীগের ‘সন্ত্রাসীদের’ হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার বুয়েটের শিক্ষার্থী ‘শহীদ’ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সোমবার (০৪ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালিতে শহীদ আবরারের কবর জিয়ারত করেন তিনি।

এ সময় নাছির উদ্দীন বলেন, ‘শহীদ’ আবরার ফাহাদ সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের চির অম্লান প্রেরণা। শিক্ষাঙ্গনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নিষ্ঠুরতার বিপরীতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ক্যাম্পাস প্রতিষ্ঠার সংগ্রামে যুগ যুগ ধরে আমাদের অনুপ্রেরণা দিয়ে যাবে শহীদ আবরার ফাহাদ। দোয়া করি, আল্লাহ আমাদের এই বীর শহীদকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

নাছির উদ্দীনের সাথে এ সময় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত