মাঠে বজ্রপাতের আঘাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও পাঁচ (ভিডিও)

| আপডেট :  ০৫ নভেম্বর ২০২৪, ১১:৪৩  | প্রকাশিত :  ০৫ নভেম্বর ২০২৪, ১১:৪৩

বিশ্বের জনপ্রিয় খেলাগুলোর মধ্যে ফুটবলই সম্ভবত একমাত্র খেলা যেটিতে আবহাওয়া কোন প্রভাব ফেলতে পারে না। রোদ,বৃষ্টি বা ঝড় প্রতিটি ক্ষেত্রেই ফুটবল খেলা সম্ভব। তবে এসব বৈরি আবহাওয়া ফুটবল খেলা গেলেও, খেলা কি উচিত? এই প্রশ্ন অনেকদিন ধরেই ভাবাচ্ছে ফুটবল সংশ্লিষ্ঠ সবাইকে। সম্প্রতি পেরুতে ঘটে যাওয়া ফুটবল মাঠে বৈরি আবহাওয়ায় ঘটে যাওয়া মর্মান্তিক একটি ঘটনা আবারও ভাবতে বাধ্য করবে সবাইকে।

সম্প্রতি পেরুর হুয়ানকায়ো প্রদেশের চিলকা জেলার একটি ফুটবল মাঠে বজ্রপাতের ঘটনায় এক ফুটবলারের মৃত্যু হয়েছে এবং আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। রোববার (৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

চিলকা জেলার একটি আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টে স্থানীয় দল যুবেন্তুদ বেলাভিস্তা এবং ফামিলিয়া চোক্কা একে অপরের বিপক্ষে খেলছিল। খেলার মাঝপথে আকাশে বজ্র ও বিদ্যুৎ চমকানো শুরু হলে ম্যাচের রেফারি খেলা সাময়িক বিরতির নির্দেশ দেন। কিন্তু মাঠ ছাড়ার সময় বজ্রপাত হলে পাঁচজন খেলোয়াড় এবং একজন গোলরক্ষক বা স্টাফ সদস্য বজ্রাঘাতে মাটিতে পড়ে যান।

৩৯ বছর বয়সী ফুটবলার হোসে হুগো দে লা ক্রুজ মেজা বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান। গোলরক্ষক হুয়ান চোক্কা ল্যাক্টা মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন, তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর পোড়া ক্ষত রয়েছে। ২৪ বছর বয়সী ক্রিস্টিয়ান সিজার পিতুই এবং দুই কিশোর—যাদের বয়স যথাক্রমে ১৬ ও ১৯ বছর—হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থিতিশীল রয়েছেন। বজ্রপাতের কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

চিলকা জেলার সিভিল ডিফেন্স বিভাগের প্রধান জানান, দে লা ক্রুজের হাতে একটি ধাতব ব্রেসলেট ছিল, যা বজ্রপাতের কারণ হতে পারে। পেরুর প্রকৌশলী লুচো দুয়ার্তে এই ঘটনাকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘বজ্রপাতের ঝুঁকি এড়াতে খোলা মাঠে সুরক্ষামূলক ব্যবস্থা প্রয়োজন। খেলার মাঠে বজ্রপাত প্রতিরোধক ব্যবস্থা এবং ঝড়ের সময় দ্রুত কার্যক্রম বন্ধ করার সুরক্ষা প্রটোকল জরুরি।’

ফুটবল মাঠে বজ্রপাতের ঘটনা কিন্তু এটিই প্রথম নয় এর আগেও ব্রাজিল ও পেরুতে একই ধরণের ঘটনা ঘটেছে। 

LIGHTNING STRIKES SOCCER MATCH IN PERU

Jose Hugo de la Cruz Meza, 39, was killed instantly, and 5 players were injured during a regional tournament in Chilca.

Goalkeeper Juan Chocca Llacta, 40, also received a direct strike and was rushed to hospital in a taxi with serious pic.twitter.com/7zdnwAoc8c
— Mario Nawfal (@MarioNawfal) November 4, 2024

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত