মার্কিন প্রেসিডেন্ট নিয়ে কার্টুনের ভবিষ্যদ্বাণী

| আপডেট :  ০৫ নভেম্বর ২০২৪, ০৫:২৫  | প্রকাশিত :  ০৫ নভেম্বর ২০২৪, ০৫:২৫

আর মাত্র কয়েক ঘণ্টা পর অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে গাজা যুদ্ধ ও অভ্যন্তরীণ ইস্যু নিয়ে চরম প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে। এরই মধ্যে বিভিন্ন ভবিষ্যদ্বাণীতে আগামী চার বছরের জন্য হোয়াইট হাউজ কার দখলে যাচ্ছে তার ইঙ্গিত এসেছে। এমনই একটি মাধ্যম দ্য সিম্পসন কার্টুন। প্রেসিডেন্ট হিসেবে ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচিত হওয়ার কথা জানিয়েছিল কার্টুনটি। এবার ট্রাম্প না কি কমলা হ্যারিস সেটি নিয়েও কথা রয়েছে সিম্পসনের কার্টুনে।

২০০০ সালে প্রচারিত দ্য সিম্পসন কমেডি কার্টুনের সিজন-১১-এর ‘বার্ট টু দ্য ফিউচার’ নামে একটি পর্বে ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল। পর্বটিতে দেখানো হয়, বেগুনি রঙের স্যুট পরা লিসা নামে একটি নারী চরিত্র ট্রাম্পের নেতৃত্বে একটি ভয়ানক মেয়াদের পরে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হবেন। ওই পর্বটির একটি ভাইরাল হওয়া ক্লিপে লিসাকে বলতে শোনা যায়—‘আপনারা জানেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে বাজেটের বড় সংকট পেয়েছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে সিম্পসনের ওই ভিডিও ক্লিপটি ভাইরাল হয়েছিল ২০২১ সালে। তত দিনে কমলা হ্যারিস প্রথম মার্কিন নারী হিসেবে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। আর ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন জো বাইডেন। গণমাধ্যমের খবরে বলা হয়, কমলা হ্যারিস শপথ নেওয়ার সময় লিসার মতোই একটি পোশাক পরেছিলেন। তার কানে মুক্তার দুল এবং গলায় একটি মুক্তার নেকলেসসহ গায়ে ছিল একটি বেগুনি ব্লেজার।

এরপর ২০১৫ সালের জুলাইয়ে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নিয়েও একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে সিম্পসন কার্টুন। সেখানে ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে বক্তব্য দিতে দেখা যায়। তারপর ২০১৬ সালের নভেম্বরে হিলারি ক্লিনটনকে হারিয়ে নির্বাচিত হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

চলতি বছরের জুলাইয়ে লিসা এবং কমলা হ্যারিসের দুটি ছবি পাশাপাশি রেখে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেছেন সিম্পসন্সের নির্মাতা আল জিন। তিনি লিখেছেন, ‘দ্য সিম্পসন ভবিষ্যদ্বাণী। এর অংশ হতে পেরে আমি গর্বিত।’ সিম্পসন কার্টুনে যেহেতু লিসা পরবর্তীতে প্রেসিডেন্ট হয়েছিলেন, তাই ভক্তরা বিশ্বাস করেন, আসন্ন নির্বাচনে কমলাই জয়ী হবেন এবং ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে প্রেসিডেন্ট হবেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত