ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা কলেজ ছাত্রদলের কর্মসূচি পালন

| আপডেট :  ০৫ নভেম্বর ২০২৪, ০৬:১২  | প্রকাশিত :  ০৫ নভেম্বর ২০২৪, ০৬:১২

ঢাকা কলেজের হলগুলোতে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বাড়তে শুরু করে। এর ফলে আক্রান্তের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ায় ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে কলেজ ছাত্রাবাসের ড্রেন পরিষ্কার, মশা নিধন স্প্রে ও বিলিসিং পাউডার ছিটানো কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার  (৫ নভেম্বর) ঢাকা কলেজ ছাত্রদলের নেতারা এ কর্মসূচি পালন করেন। 

কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানের খন্দকারের নেতৃত্বে এতে আর অংশগ্রহণ করেন কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি আব্দুল কাইয়ুম খন্দকার পারভেজ, আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, আব্দুল গাফফার, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য মো. আবু নাঈমসহ কলেজ ও হল ইউনিটের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত