টাইগারদের সিনিয়র সহকারী কোচ হলেন সালাউদ্দিন

| আপডেট :  ০৫ নভেম্বর ২০২৪, ০৯:২৩  | প্রকাশিত :  ০৫ নভেম্বর ২০২৪, ০৯:২৩

গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই অবশেষে সেই গুঞ্জনই সত্যি হল। বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দেশের জনপ্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়োগ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেশ কিছুদিন ধরেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন চলার পর মঙ্গলবার (৫ নভেম্বর) আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিসিবি এই নিয়োগের ঘোষণা দেয়।

দেশের ঘরোয়া ক্রিকেটে প্রশংসিত কোচ সালাউদ্দিন অবশ্য এর আগেও জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন এবং এবার ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত তাকে সিনিয়র সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন এবং বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতেও ২০১০-১১ সালে বিশেষজ্ঞ কোচ হিসেবে কাজ করেছেন।

সালাউদ্দিনের কোচিং অভিজ্ঞতা আন্তর্জাতিক অঙ্গনেও ছড়ানো। ২০১৪ সালে বিশ্বকাপ ক্রিকেট লিগ-৪ এর জন্য তিনি সিঙ্গাপুর জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন। এছাড়া অস্ট্রেলিয়ায় এসিসি লেভেল-৩ কোচিংয়ের স্বীকৃতি অর্জনকারী এই কোচ ঘরোয়া ক্রিকেটে নিজের সফলতার জন্য সুপরিচিত। তিনি বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগসহ বিভিন্ন শিরোপা জয় করেছেন এবং বিপিএলের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ ছিলেন।

জাতীয় দলে সালাউদ্দিনের ফেরার বিষয়ে আলোচনা শুরু হয় চন্ডিকা হাথুরুসিংহে বিদায়ের পর থেকে। পরে ফিল সিমন্স প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেও, সহকারী কোচ হিসেবে সালাউদ্দিনকে যুক্ত করার বিষয়টি বিবেচনায় আনে বিসিবি। এক বোর্ড মিটিংয়ে এই নিয়ে আলোচনা শেষে নিশ্চিত করা হয় যে, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে জাতীয় দলের সঙ্গে যুক্ত হতে পারেন তিনি। বিসিবির একজন পরিচালক বাংলাদেশের একটি গণমাধ্যমকে জানান, সিরিজটি সামনে রেখে সালাউদ্দিনের ভিসার প্রক্রিয়াও শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই জাতীয় দলের সঙ্গে দায়িত্ব পালন শুরু করবেন তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত