‘ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে’
ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম।
বুধবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।
তিনি বলেন, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আরও উন্নত করতে নানা পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, রাস্তায় কোনো ধরনের দোকানপাট বসতে দেওয়া হবে না। তবে ফুটপাতে দোকানপাট স্থাপনের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।
চাঁদাবাজির বিষয়ে তিনি বলেন, চাঁদাবাজি আগের তুলনায় বেড়ে গেছে। তবে কোনোভাবেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না। মোহাম্মদপুর এলাকায় সম্প্রতি যেভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা হয়েছে, একইভাবে ঢাকার বিভিন্ন স্থানে নিয়ন্ত্রণ করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত