দোদুল্যমান রাজ্য জর্জিয়ায় প্রায় নিশ্চিত ট্রাম্পের জয়

| আপডেট :  ০৬ নভেম্বর ২০২৪, ১২:০২  | প্রকাশিত :  ০৬ নভেম্বর ২০২৪, ১২:০২

দোদুল্যমান রাজ্য জর্জিয়ায় ডোনাল্ড ট্রাম্পের জয় প্রায় নিশ্চিত। রাজ্যটির ৯০ শতাংশ ভোট গণনার পর দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে। 

সিএনএন-ও একই পূর্বাভাস দিয়েছে। তারা বলেছে, জর্জিয়ায় জিতে ১৬টি ইলেকটোরাল ভোট থলিতে যোগ করতে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যদি তাই হয় তবে তিনি প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে কমলা হ্যারিসকে আরও পেছনে ফেলবেন। 

ট্রাম্প জর্জিয়ায় এগিয়ে থাকলেও এপি এখনও কমলার জয়ের একটি পথ দেখছে। যদিও এটি খুব সংকীর্ণ। এপি বলছে, জর্জিয়ায় ট্রাম্পের বিজয় ঘোষণা করার সময় আসেনি। যেহেতু কমলা হ্যারিসের জয়ের সম্ভাবনা শেষ হয়নি সেহেতু তারা আরও অপেক্ষা করতে চান। আরও কিছু ভোট গণনা শেষে বিষয়টি স্পষ্ট হবে।

এর আগে দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলাইনায় জয় নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এপি যখন নর্থ ক্যারোলাইনায় ট্রাম্পের জয়ের খবর জানাচ্ছে তখন ৯০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী এ রাজ্যে কমলা হ্যারিসের জয়ের আর কোনো সম্ভাবনা নেই। ফলে ১৬টি ইলেকটোরাল কলেজ ভোটই পাচ্ছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কয়েকটি রাজ্যে ভোটগ্রহণ শুরু হয় মঙ্গলবার (৫ নভেম্বর) স্থানীয় সময় ভোর ৬টায়। এরপর ধাপে ধাপে সব রাজ্যে শুরু হয়। দেশটিতে রাজ্যভেদে সময়ের ব্যবধান এবং একেক রাজ্যে একেক সময় ভোটগ্রহণ শুরুর সময় নির্ধারিত থাকায় শেষের সময়েও পার্থক্য হয়েছে। ঠিক এ কারণেই কিছু রাজ্যে ভোট গণনা দেরি হচ্ছে।

দেশটিতে মোট ৫০টি অঙ্গরাজ্যে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। জিততে হলে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে। নির্বাচনের জয়–পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখে দোদুল্যমান ৭টি অঙ্গরাজ্য। সেগুলো কোনো দলের সুনির্দিষ্ট ঘাঁটি নয়। এসব অঙ্গরাজ্য হলো—নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা ও নেভাদা। নির্বাচন পর্যবেক্ষকরা এসব রাজ্যের দিকেই তাকিয়ে রয়েছেন। বাকি রাজ্যগুলো রিপাবলিকান বা ডেমোক্রেটিক দলের ঘাঁটি। সেসবে ধারাবাহিকভাবে নির্দিষ্ট একটি দলই জিতে আসছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত