বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ

| আপডেট :  ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৩৪  | প্রকাশিত :  ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৩৪

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই নোটিশ দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, চট্টগ্রামের রাউজানে বিএনপি ও অঙ্গসংগঠনের কমিটি ঘোষণা করা হচ্ছে কেন্দ্রের অনুমোদন ছাড়া। এটা বিএনপির নেতৃত্বের প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ বলেও উল্লেখ করা হয়। রাউজানে গিয়াস উদ্দিনের কার্যক্রমে অস্থিরতাও তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়। এর ফলে রাঙ্গুনিয়া, সীতাকুণ্ডসহ উত্তরের অন্যান্য নির্বাচনী এলাকায় বিরূপ প্রভাব পড়তে পারে বলে কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়। 

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার জানান, রাউজান থেকে কেন্দ্রীয় দপ্তরে গিয়াস উদ্দিন কাদেরের নামে নানা অভিযোগ এসেছে। এ জন্য তাকে কেন্দ্রের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কারণ দর্শানোর ওই নোটিশ দেওয়া হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত