রাজধানীর বাড্ডায় আবাসিক ভবনে আগুন

| আপডেট :  ০৭ নভেম্বর ২০২৪, ০৩:৪৫  | প্রকাশিত :  ০৭ নভেম্বর ২০২৪, ০৩:৪৫

রাজধানীর বাড্ডায় একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। 

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুর ২টা ৩৬ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে আমাদের কাছে ফোন আসে রাজধানী বাড্ডার সুবাস্তু নজর ভ্যালি টাওয়ারের পাশে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট গিয়ে কাজ করে।

তিনি আরও জানান, প্রায় ২৫ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বিকেল ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটির পাঁচ তলায় আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়নি। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত