বঙ্গোপসাগরের নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা নেই

| আপডেট :  ১৬ অক্টোবর ২০২৪, ০৭:৩৮  | প্রকাশিত :  ১৬ অক্টোবর ২০২৪, ০৭:৩৮

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় তৈরি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কোনো শঙ্কা নেই।

তবে লঘুচাপটি বর্তমানে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ও ঘনীভূত হয়ে নিম্নচাপ আকারে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে। 

তিনি আরও বলেন, নিম্নচাপটি গভীর নিম্নচাপ হওয়ার সম্ভাবনাও খুব কম। আর ঘূর্ণিঝড় হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। এই নিম্নচাপটির প্রভাব বাংলাদেশে সেভাবে পড়বে না। তবে এটি যেখানে অবস্থান করছে, সে এলাকায় বৃষ্টিপাত হবে। বাংলাদেশের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।

আবহাওয়া পূর্বাভাস নিয়ে  ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আগামী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এর ফলে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত