র‌্যাগিং প্রতিরোধে জবি ছাত্রদলের প্রচারণা

| আপডেট :  ০৭ নভেম্বর ২০২৪, ০৪:৫৫  | প্রকাশিত :  ০৭ নভেম্বর ২০২৪, ০৪:৫৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও বিশ্ববিদ্যালয়ের বাসে র‌্যাগিং প্রতিরোধে সচেতনতামূলক পোস্টারিং কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) শাখা ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সুজন মোল্লার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের শিক্ষার্থীদের বাসগুলোয় সংগঠনটির নেতাকর্মীরা সচেতনতামূলক বক্তব্য রাখেন এবং র‌্যাগিং প্রতিরোধে পোস্টার সেঁটে দেন। 

এ সময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, নবীন শিক্ষার্থীদের কল্যাণে জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় কাজ করেছে। আমরা নবীনদের কথা দিচ্ছি পূর্বের দিনগুলোর মতো আর ভীতিকর পরিস্থিতি ক্যাম্পাসে বিরাজ করবে না। আমরা র‌্যাগিং প্রতিরোধে সোচ্চার রয়েছি।

সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম বলেন, নবীন শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিভিন্ন সময় র‌্যাগিংয়ের শিকার হন। যদি কেউ এমন পরিস্থিতির শিকার হন, তাহলে আমাদের জানালে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নিব।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত