পরীক্ষা শেষে বেড়াতে যাওয়ায় কাল হলো দুই বন্ধুর

| আপডেট :  ০৭ নভেম্বর ২০২৪, ০৭:৪৯  | প্রকাশিত :  ০৭ নভেম্বর ২০২৪, ০৭:৪৯

পাবনার ঈশ্বরদীতে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের আজমপুরে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, পাবনার বনগ্রাম এলাকার আশিক রহমান ও শাকিব হাসান। তারা দুজনেই বনগ্রাম কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

পাকশী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষা শেষে মোটরসাইকেলযোগে পাকশী এলাকায় ঘুরতে গিয়েছিল চার বন্ধু। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সেখানেই দুজনের মৃত্যু হয়। 
তিনি বলেন, এ সময় আরও দুইজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত