কর্মীদের অরক্ষিত রেখে চলে গেছেন হাসিনা : মোহাম্মদ আইয়ুব

| আপডেট :  09 November 2024, 02:55  | প্রকাশিত :  09 November 2024, 02:55

কর্মীদের অরক্ষিত রেখে শেখ হাসিনা চলে গেছেন বলে মন্তব্য করেছেন মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সদস্যসচিব, যুবনেতা মোহাম্মদ আইয়ুব। 

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়া পল্টনে সমাবেশের ডাক দেয় বিএনপি। এই সমাবেশে নেতাকর্মীদের নিয়ে যোগ দেন যুবনেতা মোহাম্মদ আইয়ুব। সেসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি। 

মোহাম্মদ আইয়ুব বলেন, আমরা গত ১৭ বছর শেখ হাসিনার সময়ে নানা রকম নির্যাতন নিষ্পেষণের শিকার হয়ে চরম দুঃসময় পার করেছি। আমাদের অসংখ্য সহযোদ্ধা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন। মামলায় জর্জরিত হয়েছি, জেল খেটেছি। 

তিনি বলেন, আমরা দেখেছি কর্মীদের অরক্ষিত রেখে শেখ হাসিনা নিজেকে নিরাপদ করার লক্ষ্যে পাশের দেশে চলে গেছেন। ওই দেশে নিরাপদে বসে তার কর্মীদের উস্কে দেওয়ার চেষ্টা করছেন। বলছেন ‘আমি টুপ করে দেশে ঢুকে যাবো’। যেই শেখ হাসিনা কর্মীদের অরক্ষিত রেখে চলে যায় সেই হাসিনাকে আওয়ামী লীগ ঘৃণা করে। 

তিনি আরও বলেন, আজ নয়াপল্টনে মানুষের ঢল নেমেছে। জাতীয়বাদী দল বিএনপি আয়োজিত এই বর্ণাঢ্য র‌্যালি লাখো মানুষের সমাগমে প্রকম্পিত হয়ে উঠেছে। তারেক রহমানের নেতৃত্বে আমরা পূর্বের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমরা আশা করি এই অন্তর্বর্তী সরকার অতি অল্প সময়ের মধ্যে যোক্তিক সংস্কার করে দেশে বিদেশে সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে। 

এ সময় যুবদল নেতা তপন কুমার, অপু, নাজমুল, মিলন, লিটন, এহসান, রিয়াজ, ওয়াদুদ, আসাদ, শাকিল, আশিক, বাবুল, সজল এবং বিভিন্ন থানা ও ওয়াড যুবদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত