চাঁদপুরে পৃথক ঘটনায় দুই যুবকের আত্মহত্যা

| আপডেট :  ০৯ নভেম্বর ২০২৪, ০৩:৫১  | প্রকাশিত :  ০৯ নভেম্বর ২০২৪, ০৩:৫১

চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক ঘটনায় দুই যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এসআই মো. জাকির বলেন, প্রেমে ব্যর্থ হয়ে মোহাম্মদ আবু ওসমান (১৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে আব্দুল মোতালেব সদ্দার ও শাহিনা বেগম দম্পতির ছেলে। আমরা রাতে খবর পেয়ে লাশ উদ্ধার করেছি।

আরেক ঘটনায় ফরিদগঞ্জ থানার এসআই মো. দেলোয়ার বলেন, পারিবারিক কলোহের জেরে ফাহিম হোসেন (১৮) বিষ খেয়ে আত্মহত্যা করেছে। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ফাহিম কাজী বাড়ির মৃত রফিকুল ইসলাম ও ফাতেমা বেগম দম্পতির ছেলে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত