বগুড়ায় হত্যা মামলায় চার আসামি গ্রেপ্তার

| আপডেট :  ০৯ নভেম্বর ২০২৪, ০২:৫০  | প্রকাশিত :  ০৯ নভেম্বর ২০২৪, ০২:৫০

বগুড়ার সোনাতলায় রাজমিস্ত্রি শহীদ হোসেন নিশা (১৭) হত্যা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৮ নভেম্বর) রাজধানী ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরপর শনিবার (৯ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী বিষয়টি নিশ্চিত করেন। 

গ্রেপ্তার আসামিরা হলেন- সোনাতলার লোহাগড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম, নূরারপটল গ্রামের আতোয়ারের ছেলে আল আমিন হোসেন এবং উপজেলার তেলিহাটা গ্রামের মৃত হানিফ শাহ এর ছেলে নূরনবী শাহ।

শহীদ হোসেন নিশা সোনাতলার দিগদাইড় ইউনিয়নের লোহাগাড়া গ্রামের ছয়ফুল ইসলামের ছেলে। 

জানা যায়, গত ৬ আগস্ট বসতবাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে মারপিটের ঘটনা ঘটে। এতে রাজমিস্ত্রি শহীদ হোসেন নিশা গুরুতর আহত হয়। এরপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ আগস্ট তার মৃত্যু হয়। এ ঘটনায় নিশার মা সাহিদা বেগম বাদী হয়ে ১৩ আগস্ট একটি হত্যা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত