গোপালগঞ্জ হবে বিএনপির উর্বর ভূমি : জয়নুল আবেদীন মেসবাহ

| আপডেট :  10 November 2024, 02:28  | প্রকাশিত :  10 November 2024, 02:28

বিএনপির কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বলেছেন, গোপালগঞ্জ হবে বিএনপির উর্বর ভূমি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে জয়যুক্ত করে এ কথা প্রমাণ করবে।

শনিবার (৯ নভেম্বর)  গোপালগঞ্জের মুকসুদপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বেগম খালেদা জিয়া ও  তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে, সেই বিজয়কে ধরে আমাদের এগিয়ে যেতে হবে। নিজেদের মধ্যে সব ভেদাভেদ ভুলে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে আসুন,  ঐক্যবদ্ধভাবে দেশের মানুষকে একটি আধুনিক ও সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দেই। 

মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাজ্জাদ মাহসিন খিপু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মেজর (অব.) ওহিদুল আলম, গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি কামরুজ্জামান টুটুল, গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত আহম্মেদ সুমন, জেলা যুবদলের সাবেক সভাপতি আজিজুর রহমান বেনা, জেলা কৃষক দলের আহবায়ক সাজ্জাদুল আলম রিপন, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ইলিয়াছ প্রমুখ। 

অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিব জান মিয়া ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম লিটু মোল্যা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত