হানিফ ফ্লাইওভারে চলন্ত ট্রাকে আগুন
| আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৭:২৩
| প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৪, ০৭:২৩
রাজধানীর হানিফ ফ্লাইওভারে চলন্ত একটি ট্রাকে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (৯ নভেম্বর) রাত ২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হানিফ ফ্লাইওভারে চলন্ত একটি ট্রাকে আগুন লাগার খবর পান। পরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তবে ট্রাকে কীভাবে আগুন লেগেছে এবং হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাফি আল ফারুক।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত