ভারতে পালানোর সময় বেনাপোলে আ.লীগ নেতা গ্রেপ্তার

| আপডেট :  ১০ নভেম্বর ২০২৪, ০৯:৫৮  | প্রকাশিত :  ১০ নভেম্বর ২০২৪, ০৯:৫৮

যশোরের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় আলফাজ উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আলফাজ উদ্দীনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় হত্যাসহ একাধিক  মামলা রয়েছে। তিনি কলারোয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। 

বেনাপোল ইমিগ্রেশনের ওসি ফারুক মজুমদার জানান, বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশের সময়  নিরাপত্তা কর্মী পুলিশ ও বিজিবির সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি গ্রেপ্তার হন।

এর আগে ভারতে পালানোর সময় গত বুধবার (৬ নভেম্বর) তাজউদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তাজউদ্দিনকে প্রাথমিকভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত