মায়ের স্বপ্নপূরণে এক যুগ পর হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী ছেলে

| আপডেট :  ১০ নভেম্বর ২০২৪, ১০:৪৭  | প্রকাশিত :  ১০ নভেম্বর ২০২৪, ১০:৪৭

মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে ছেলে বাড়ি আসবেন, সেই স্বপ্নপূরণ করেছেন কিশোরগঞ্জের হোসেনপুরের মাজহারুল ইসলাম নামের এক যুবক। দীর্ঘ ১২ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন তিনি।

রোববার (১০ নভেম্বর) বিকেলে হেলিকপ্টারে করে নিজ বাড়িতে যান মাজহারুল। এর আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। 

সরেজমিনে গিয়ে জানা যায়, মাজহারুল উপজেলার জিনারী ইউনিয়নের চরহাজীপুর গ্রামের ফকির বাড়ির নুরুল ইসলামের ছেলে। নুরুল ইসলাম ও রাজিয়া বেগম দম্পতির ৬ ছেলেমেয়ের মধ্যে দ্বিতীয় তিনি। 

তার বড় ভাই আনসারুল ইসলাম বলেন, আমার ভাই এত বছর পর বাড়ি আসবে আর তা যেন হেলিকপ্টারে আসে, এটা মায়ের স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্নপূরণ হয়েছে।

ছেলেকে দেখে আবেগাপ্লুত মা রাজিয়া বেগম ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। তিনি বলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। এত বছর পর ছেলে হেলিকপ্টার করে বাড়ি ফিরে আমার ইচ্ছেপূরণ করেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত