মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

| আপডেট :  ১২ নভেম্বর ২০২৪, ০৭:৩০  | প্রকাশিত :  ১২ নভেম্বর ২০২৪, ০৭:৩০

ভোলায় যাত্রীবাহী বাসকে অতিক্রম করতে গিয়ে নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন, উপজেলার নীলকমল ইউনিয়নের মো. কালামের ছেলে ইমান ও বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের ইলিয়াস আহমেদের ছেলে নেছার উদ্দিন। আহত সিয়াম চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আনছার আলীর ছেলে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে চরফ্যাশন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাইমুদ্দিন মোড়ে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার পর চরফ্যাশন ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমন ও নেছারউদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত সিয়ামকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-এ-বাংলা হাসপাতালে (শেবাচিম) রেফার করেন। 

পুলিশ ও স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলে তিন বন্ধু মোটরসাইকেলে করে চরফ্যাশনের উদ্দেশে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে যাত্রীবাহী একটি বাসকে অতিক্রম করার সময় অপর দিক থেকে একটি দ্রুতগামী মালবাহী নসিমনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি ছিটকে পড়ে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। পরে সবাই মিলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত