গতি আর বাউন্স নিয়ে ভারতের অপেক্ষায় অজিরা

| আপডেট :  ১২ নভেম্বর ২০২৪, ১০:৩৬  | প্রকাশিত :  ১২ নভেম্বর ২০২৪, ১০:৩৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত সিরিজের প্রথম টেস্ট খেলবে পার্থে। ২২ নভেম্বর শুরু হবে সেই টেস্ট। সোমবারই অস্ট্রেলিয়া পৌঁছে গেছে ভারতীয় দলের একাংশ। যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্তরা মঙ্গলবার অনুশীলন শুরু করেছেন।

পার্থের অপ্টাস স্টেডিয়ামের প্রধান পিচ প্রস্তুতকারক আইজাক ম্যাকডোনাল্ড জানিয়েছেন, উইকেট পেস বোলারদের সাহায্য করবে। ঘরের মাঠে স্পিন উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে ভারত। তিন টেস্টের সিরিজও হেরেছে তারা। এবার অজিদের বিপক্ষে পেস বোলিংয়ের পরীক্ষা দিতে হবে তাদের।

পার্থের পিচ প্রস্তুতকারক ম্যাকডোনাল্ড বলেন, ‘আমরা এমন পিচ তৈরি করছি, যেখানে প্রচণ্ড গতি থাকবে। সঙ্গে বাউন্সও থাকবে। বল ভালোভাবে উইকেটরক্ষকের হাতে পৌঁছবে।’

পার্থের পিচে ১০ মিলিমিটার লম্বা ঘাস থাকবে। এমন পিচ প্যাট কামিন্স, জশ হেজেলউড ও মিচেল স্টার্কের মতো পেসারদের সামলাতে পারবেন তো বিরাট কোহলি-রোহিত শর্মারা?

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত