নতুন নিয়োগ পাওয়া উপদেষ্টাকে নিয়ে চরমোনাই পীরের ক্ষোভ

| আপডেট :  ১৩ নভেম্বর ২০২৪, ০৫:৫১  | প্রকাশিত :  ১৩ নভেম্বর ২০২৪, ০৫:৫১

অন্তর্বর্তীকালীন সরকরে নতুন করে উপদেষ্টা নিয়োগ দেওয়ায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

বুধবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই অন্তর্বর্তীকালীন সরকরে নতুন করে বিতর্কিত উপদেষ্টা নিয়োগে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন। 

চরমোনাই পীর প্রধান উপদেষ্টার প্রতি প্রশ্ন রেখে বলেন, একজন বিতর্কিত লোককে অন্তর্বর্তী সরকারে অন্তর্ভূক্তি করায় পুরো অন্তর্বর্তীকালীন সরকারই প্রশ্নের মুখে পড়েছে। দেশের শান্তিকামী দেশপ্রেমিক জনতা চরমভাবে ক্ষুব্ধ ও মর্মাহত। 

তিনি বলেন, আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চরম বিরোধী এমন একজন সরকারের উপদেষ্টা হতে পারেন না। তার নিয়োগে আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে কিনা তা নিয়েও জনমনে সংশয় ও সন্দেহ দেখা দিয়েছে। 

পীর সাহেব চরমোনাই বিতর্কিত উপদেষ্টাদের অবিলম্বে অপসারণ করে যোগ্য ও দেশপ্রেমিক সৎ লোককে উপদেষ্টা পরিষদে অন্তর্ভূক্ত করার আহ্বান জানান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত