উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

| আপডেট :  ০৭ জানুয়ারি ২০২৪, ১০:৪৪  | প্রকাশিত :  ০৭ জানুয়ারি ২০২৪, ১০:৪৪


উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

জাতীয়

বিবার্তা প্রতিবেদক


ঢাকা-৪ আসনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। রবিবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে জুরাইনের আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘিরে দেখা গেছে, কেন্দ্রের বাইরে ভীড় জমিয়েছেন ভোটাররা।

ভোট কেন্দ্রের বাইরে নৌকা, লাঙ্গল ও ট্রাক প্রতীকের সমর্থকরা ভোটারদের মধ্যে ভোটার স্লিপ বিতরণ করছেন।

এই কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট সানজিদা খানম সকাল ১০ টার দিকে ভোট দিয়েছেন।

আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জুবায়ের হাওলাদার বিবার্তাকে বলেন, ৮টি কক্ষে ভোটগ্রহণ চলছে। মোট ভোটার ৪২৯৪ জন। দুই ঘন্টায় ২২১টি ভোট পড়েছে।

তিনি বলেন,  সুষ্ঠ, নিরপেক্ষ ভোট হচ্ছে। এখন পর্যন্ত কোনো ঝামেলা দেখতে পাচ্ছি না।

রবিবার (৭ জানুয়ারি) দেশের ২৯৯ আসনে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটযুদ্ধ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ আসনে প্রার্থী ৯ জন। আওয়ামী লীগের দলীয় প্রার্থী সানজিদা খানম নৌকা, তৃণমূল বিএনপির রফিকুল ইসলাম সোনালী আশ, বাংলাদেশ কংগ্রেসের মো. সোহেল ডাব প্রতীক বরাদ্দ পেয়েছেন। এ ছাড়া, স্বতন্ত্র আওলাদ হোসেন-ট্রাক, মনির হোসেন স্বপন- ঈগল, ইয়াসিন হোসেন (বাংলাদেশ কল্যাণ পার্টি)-হাতঘরি, সালেহ আহমেদ সোহেল (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট)- ছড়ি, সৈয়দ আবু হোসেন বাবলা (জাতীয় পার্টি)- লাঙল, শাহ আলম (ইসলামি ঐক্য জোট)-মিনার প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা-৪ আসনটি ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮ এবং ৫৯নং ওয়ার্ড নিয়ে গঠিত। মোট ভোটার ২ লাখ ৫৪ হাজার ৫৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৪১৩ জন, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ১৬৬ ও ৫ জন হিজড়া ভোটার।

বিবার্তা/সোহেল/মাসুম

© BBARTA24.NET
Developed by : ORANGEBD
  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত