তাঁতীবাজারে পূজামণ্ডপে ছিনতাই, ৩ আসামি রিমান্ডে
রাজধানীর তাঁতীবাজার পূজামণ্ডপে ছিনতাইয়ের ঘটনায় কোতোয়ালি থানার মামলায় গ্রেপ্তার তিন আসামি আকাশ (২৩), মো. হৃদয় (২৩) ও মো. জীবনকে (১৯) ১ দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ।
রোববার (১৩ অক্টোবর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক শিব্বির আহমেদ আসামিকে কোটে উঠান। তিনি মামলার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার ও মূল রহস্য উদঘাটনে আসামিদের ৩ দিন করে রিমান্ড চান। পরে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
একই দিন সকালে পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করে। মামলার এজহার ও পুলিশ সূত্রে জানা যায়- এ ঘটনায় গ্রেপ্তার তিন ছিনতাইকারীর কাছ থেকে একটি ইমিটেশনের চেইন এবং চাকু উদ্ধার হওয়ায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। কিন্তু পূজা মণ্ডপে কেরোসিন ভর্তি বোতল ছুড়ে নাশকতার ঘটনায় এখন পর্যন্ত পূজা কমিটির পক্ষ থেকে অথবা আহতদের পক্ষ থেকে কেউ মামলা করেনি।
এর আগে তাঁতীবাজারে পূজা চলাকালে ৩ থেকে চারজন দুর্বৃত্ত মন্দিরে আচমকা পেট্রলবোমা সদৃশ বস্তু ছুড়ে মারে। তবে তা বিস্ফোরিত হয়নি। দুর্বৃত্তদের ধরার চেষ্টা করার সময় ঝন্টু (৪৫), সাগর (৩৮), মো. খোকন (৩৫) এবং বৃত্ত (২৬) নামে ৪ জন আহত হন। আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত