মধ্যরাতে কম্বল নিয়ে হাজির ডা. সাবরিনা
নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বন্দিনী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী। শনিবার (৫ জানুয়ারি) রাত ১টার দিকে শহরের কেন্দ্রীয় রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করা হয়।
সরেজমিনে দেখা গেছে, রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, ২ নম্বর রেলগেট, ডিআইটি, মণ্ডলপাড়া কেন্দ্রীয় রেলস্টেশন এলাকায় গরিব-অসহায় ও ছিন্নমূল বিভিন্ন বয়সী মানুষকে কম্বল মুড়িয়ে দেন ডা. সাবরিনা।
কম্বল বিতরণ শেষে ডা. সাবরিনা আরিফ চৌধুরী বলেন, শীতকালে শীতের কাপড় না থাকলে কতটুকু কষ্ট হয় সেটা আমি জানি। আমার জীবনে কষ্টকর সময় পার করে এসেছি, ঠান্ডায় কেমন লাগে আমি তা জানি। কাশিমপুরে অনেক ঠান্ডা পড়ে।
তিনি আরও বলেন, আমি যেহেতু মানবাধিকার সংগঠনের সঙ্গে কাজ করি। আমি মনে করি, আজ তাদের জন্য যেটুকু করেছি, এটা মানুষের অধিকার। এটা কোনো দান নয়। আমি সংগঠনের পক্ষ থেকে সেই অধিকার নিশ্চিত করেছি। আগামীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ অনেক কিছু করতে চাই।
বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান এম. ইব্রাহীম পাটোয়ারী বলেন, বন্দিনী ফাউন্ডেশনের পক্ষ থেকে ডা. সাবরিনার অর্থায়নে ৫০০ কম্বল বিতরণ করা হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ শেষে নারায়ণগঞ্জে কম্বল বিতরণ করা হয়েছে।
এ সংগঠনের কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সচিব সেলিম আহমেদ ডালিম বলেন, গরীব-অসহায় ব্যক্তিদের খুঁজে খুঁজে ডা. সাবরিনা কম্বল দিয়েছেন। এবারের কার্যক্রম শেষে তিনি ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করবেন বলে আমাদের জানিয়েছেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতায় তার পাশে আছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত