তানিয়ার মোবাইল ফোন ছিনতাই করল শামীমের ক্যাডারবাহিনী 

| আপডেট :  ১৯ নভেম্বর ২০২৪, ০৪:০৫  | প্রকাশিত :  ১৯ নভেম্বর ২০২৪, ০৪:০৫

এবার বখাটে চরিত্রে দেখা যাবে সময়ের জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারকে। তার বিপরীতে রয়েছেন আরেক আলোচিত অভিনেত্রী তানিয়া বৃষ্টি। নাটকের নাম ‘ফিরে এসো অনিন্দিতা।’

গল্পে দেখা যাবে, এলাকার বখাটে ছেলে আবীর। সব ধরনের অপকর্ম সংঘটিত হয় তার হাত ধরেই। আর ভার্সিটির পড়ুয়া মিষ্টি মেয়ে অনিন্দিতা। ঘটনার একপর্যায়ে আবীর অনিন্দিতা মুখোমুখি হয়। এর কিছু দিনের মধ্যেই আবীরের ক্যাডারবাহিনী একটি মোবাইল ফোন ছিনতাই করে। যেটি কি না আবার অনিন্দিতার। সেখান থেকেই অনিন্দিতার সম্পর্কে জানার পর তার বন্ধু বনে যান আবীর।
এক সময় তা প্রকাশ করে। কিন্তু তারপর কী হয়?

নাটকের গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ। সম্প্রতি নাটকের শুটিং শেষ হয়েছে। শামীম হাসান সরকার বলেন, আমি নাটকের গল্প বাছাইয়ে জোর দিয়েছি। চেষ্টা করছি দর্শকদের নতুন কিছু উপহার দিতে। যে কারণে মাঝে বিরতি নিয়েছিলাম। দর্শকরাই আমার ভালোবাসার শক্তি। এই কাজটিও সবাই পছন্দ করবেন বলে আমি বিশ্বাস করি।

তানিয়া বৃষ্টি বলেন, শামীম ভাইয়ের সঙ্গে আমার অনেক কাজ করা হয়েছে। আমাদের জুটি বেঁধে অনেক নাটক দর্শকনন্দিত হয়েছে। এই নাটকটিও হবে বলা আশা করি।

গল্পে আরও দেখা যাবে শেখ স্বপ্না, রাজু আহসানসহ অনেককে। শিগগিরই নাটকটি গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত