জাল সনদধারী শিক্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে অধিদপ্তর

| আপডেট :  ০৯ জানুয়ারি ২০২৫, ০৫:৪০  | প্রকাশিত :  ০৯ জানুয়ারি ২০২৫, ০৫:৪০

ভুয়া নিয়োগপত্র এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ জাল করে চাকরি নেওয়া এমপিওভুক্ত মাদ্রাসার ৬৭ জন শিক্ষকের ইনডেক্স নম্বর কর্তন করা হয়েছে। কিন্তু মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এসব শিক্ষকের উত্তোলিত বেতন-ভাতাসহ সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশনা দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা নির্দেশনাকে গুরুত্ব না দেওয়ায় চটেছে অধিদপ্তর। ইনডেক্স কর্তন হওয়া এসব শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের এমপিও সাময়িক স্থগিতসহ প্রশাসনিক ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে। গত মঙ্গলবার অধিদপ্তরের পরিচালক এইচ. এম. নুরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়। 

চিঠিতে বলা হয়, এনটিআরসিএ’র জাল ও ভুয়া সনদের মাধ্যমে এমপিওভুক্ত হওয়ায় জাল ও ভুয়া সনদধারীদের বিরুদ্ধে এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে ওই শিক্ষকদের ইনডেক্স কর্তন করা হয়। প্রতিষ্ঠান প্রধানদের ইনডেক্স কর্তনকৃত শিক্ষকদের উত্তোলিত বেতন-ভাতাসহ সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে প্রমাণকসহ অধিদপ্তরে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলেও এখন পর্যন্ত উত্তোলিত অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি মর্মে প্রতীয়মান হয়।

এমতাবস্থায়, উত্তোলিত বেতন-ভাতাসহ সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমাদান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে প্রমাণকসহ অধিদপ্তরকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধানের এমপিও সাময়িক স্থগিতসহ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত