সুমনের হ্যাটট্রিকে রাজশাহীর লজ্জার রেকর্ড

| আপডেট :  ২৩ নভেম্বর ২০২৪, ১২:৪৯  | প্রকাশিত :  ২৩ নভেম্বর ২০২৪, ১২:৪৯

২১তম ওভারের তৃতীয় বলে সানজামুল ইসলামকে ফেরালেন সুমন খান। পরের দুই বলে আরও দুই ব্যাটারকে ফিরিয়ে উড়তে শুরু করেন তিনি। জাতীয় লীগে হ্যাটট্রিক বলে কথা। সুমনের পেস তোপে মাত্র ৪২ রানেই থেমে গেল রাজশাহীর ইনিংস৷

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে যা কোনো দলের সর্বনিম্ন ইনিংস। আগেরবার বরিশাল থেমেছিল ৪৬ রানে। এবার তাদেরও ছাপিয়ে গেল রাজশাহী। একাই ৭ উইকেট নিয়েছেন ঢাকা বিভাগের এই পেসার।

বগুড়ায় জাতীয় লিগের ষষ্ঠ রাউন্ডে এমন তাণ্ডব দেখালেন সুমন। মাত্র ২০.৫ ওভার টিকল রাজশাহী। তাদের পুঁজি হওয়া ৪২ রানের মধ্যে ১৮ রানই করেছেন মেহরাব হোসেন। ৭.৫ ওভারে ২ মেডেন ও ১৮ রানে সুমনের ৭ উইকেট ছাড়াও একটি করে উইকেট নেন রিপন মন্ডল, এনামুল হক ও রুয়েল মিয়া।

আগে ব্যাটিং পাওয়া রাজশাহীর শুরুটা ছিল হতাশার। রানের খাতা খোলার আগেই স্কোর বোর্ডে নেই দুই টপ অর্ডার ব্যাটার। প্রথম ওভারে সুমনের জোড়া আঘাতের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি রাজশাহী। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। মেহরাব একটু চেষ্টা করেছিলেন বটে; কিন্তু সুমনদের পেস তোপে থিতু হতে দেয়নি তাকে৷ সতীর্থদের মতোই তাকেও ফিরতে হয়েছে দলকে বিপদে রেখে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত