ব্রাজিলে বাস খাদে পড়ে নিহত ২৩
ব্রজিলে বাস খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছেন ।
সোমবার (২৫ নভেম্বর) সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, রোববার বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলের আলাগোয়াস রাজ্যের একটি পাহাড়ি রাস্তায় বাসটি খাদে পড়ে গেছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে।
আলাগোস রাজ্য সরকার জানিয়েছে, উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বাসটি খাদে পড়ে ঘটনাস্থলে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ছাড়া এক অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নেওয়ার পর তিনি সেখানে মৃত্যুবরণ করেছেন।
ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, বাসটিতে অন্তত ৪০ যাত্রী ছিলেন। তাদের অনেকে আহত হয়েছেন। ইউনিয়াও ডস পালমারেস শহরের কাছে বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে।
আলাগোয়াস রাজ্যের গভর্নর পাওলো দান্তাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সেরা দা বারিগা নামক পাহাড়ি অঞ্চলে বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত