অক্টোবরে বেতন পরিশোধ হয়েছে ৯৬ দশমিক ৬৬ শতাংশের
রাজধানীসহ সারা বাংলাদেশের গার্মেন্টস কারখানায় অক্টোবর মাসের বেতন পরিশোধ করা হয়েছে ৯৬ দশমিক ৬৬ শতাংশ। সোমবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এর তথ্যানুসারে সারা দেশের সর্বমোট ২ হাজার ৯৩টি সক্রিয় কারখানার মধ্যে ২ হাজার ৯২টি কার্যক্রম চলছে। কারখানা খোলা রাখার পর কাজ বন্ধ, সবেতনে ছুটি বা শ্রমিকরা চলে গেছে একটি গার্মেন্টসের।
বিজিএমইএর বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অক্টোবর মাসে ২ হাজার ২৩টি গার্মেন্টস বেতন (৯৬ দশমিক ৬৬ শতাংশ) পরিশোধ করেছে। ৭০টি গার্মেন্টসে অক্টোবর মাসের বেতন (৩ দশমিক ৩৪ শতাংশ) পরিশোধ করেনি। তন্মধ্যে ঢাকা ৬০টি ও চট্টগ্রাম ১০টি গার্মেন্টস রয়েছে। এ ছাড়া একটি গার্মেন্টস সেপ্টেম্বর মাসের বেতন (০.০৪ শতাংশ) পরিশোধ করেনি।
প্রেস উইং আরও জানায়, রাজধানীসহ সারা দেশের সর্বমোট ২ হাজার ৯৩টি কারখানার মধ্যে গাজীপুর ও ময়মনসিংহ এলাকায় ৮৭০টি, সাভার আশুলিয়া ও জিরানিয়া এলাকায় ৪০১টি, নারায়ণগঞ্জ এলাকায় ১৮৯টি, ডিএমপি এলাকায় ৩০০টি এবং চট্টগ্রাম এলাকায় ৩২৯টি গার্মেন্টসের সবগুলো খোলা রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত