ট্রাম্পের অভিষেকে জিনপিংকে আমন্ত্রণ, অংশগ্রহণ নিয়ে দোটানা

| আপডেট :  ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৫  | প্রকাশিত :  ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৫

প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। ট্যারিফের বোঝা চাপিয়ে দেশটিকে দাবিয়ে ফেলবেন বলে জানিয়েছিলেন। কিন্তু লোক দেখানো এসব কথা থেকে সরে এসেছেন তিনি। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন ট্রাম্প। ওইদিন শপথ অনুষ্ঠান ঘিরে বিশ্বনেতাদের যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে একজন অতিথি হিসেবে নিমন্ত্রণ পেয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কিন্তু চীনা প্রেসিডেন্ট ট্রাম্পের সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারেন বলে জানিয়েছে এবিসি নিউজ।

মার্কিন এই গণমাধ্যম বলছে, শপথ অনুষ্ঠানে যোগ দেওয়া জিনপিংয়ের কাছে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আর এই অনুষ্ঠানে যোগ দিলেই যে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো হবে, সে নিশ্চয়তাও নেই।

ট্রাম্পের ভবিষ্যৎ প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট শপথ অনুষ্ঠানে জিনপিংয়ের আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওয়াশিংটনে চীনা দূতাবাস এ নিয়ে কিছু জানায়নি। যদিও বিশ্লেষকরা বলছেন, জিনপিং আসবে না বলেই মনে হচ্ছে। কারণ অতিথি তালিকায় তাইওয়ানের প্রেসিডেন্টও থাকতে পারেন। আবার মার্কিন রাজনীতিকদের উপস্থিতি জিনপিংকে নিশ্চিতভাবেই অস্বস্তিতে ফেলবে।

এছাড়া ট্রাম্প তো চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ ট্যারিফ আরোপের ঘোষণা দিয়েই রেখেছেন। সেক্ষেত্রে জিনপিং যদি ওই অনুষ্ঠানে যোগ দেন, তাহলে তা হবে বোকামি। আর বেইজিং এটা মেনেও নেবে না। আবার চীনা নেতার সম্মান ও নিরাপত্তা নিয়ে দেশটির কর্মকর্তারা বরাবরই সচেতন। তাই তারাও এ নিয়ে রাজি হবে না বলেই মনে করেন বিশ্লেষকরা।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত