হিজাব সংক্রান্ত নতুন আইন স্থগিত করেছে ইরান

| আপডেট :  ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০১  | প্রকাশিত :  ১৭ ডিসেম্বর ২০২৪, ০৫:০১

ইরান তাদের বিতর্কিত নতুন হিজাব আইন স্থগিত করার ঘোষণা দিয়েছে। এ আইনটি শুক্রবার (১৩ ডিসেম্বর) থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই আইনটিকে অস্পষ্ট এবং সংস্কারের প্রয়োজন বলে মন্তব্য করেছেন। তার এই মন্তব্য আইনটি পুনর্বিবেচনা করার ইঙ্গিত দেয়।

নতুন আইন অনুযায়ী, নারীদের চুল, বাহু এবং পায়ের অংশ দেখানোর জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছিল। মানবাধিকার সংগঠনগুলো এ আইনটির তীব্র সমালোচনা করেছে এবং এর ফলে ইরান সরকারের বিরুদ্ধে আরও ক্ষোভ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে।

প্রথমে আইনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন পেজেশকিয়ান, যিনি বলেছিলেন, এই আইন ইরান সরকারকে জনগণের কাছ থেকে আরও বিচ্ছিন্ন করবে। তার এই মন্তব্যের পরই আইনটি স্থগিত করা হয়।

এছাড়া, ২০২২ সালে পুলিশের হাতে মাহসা আমিনির মৃত্যুর পর ইরানে হিজাব ইস্যুতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। তরুণ নারীরা সরকারের হিজাব নীতি চ্যালেঞ্জ করতে শুরু করেছেন।

গত সপ্তাহেও ৩০০ অধিকারকর্মী, সাংবাদিক এবং লেখক নতুন হিজাব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

ইরানের প্রেসিডেন্টের সমর্থকরা মনে করেন, নতুন আইন কার্যকর করলে পরিস্থিতি আরও জটিল হবে এবং এটি তরুণ নারীদের বিরোধিতা আরও বাড়াতে পারে। তবে, আইনটির সমর্থকরা প্রেসিডেন্টকে এটি দ্রুত বাস্তবায়ন করার দাবি জানাচ্ছেন।

 

সূত্র : বিবিসি বাংলা

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত