সেরা সংবাদ সম্মাননা পুরস্কার পাচ্ছেন প্রবাসী সাংবাদিক খান লিটন
| আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬
| প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৪, ০২:৩৬
জার্মান প্রবাসী সাংবাদিক খান লিটনসহ প্রবাসী ১০ সাংবাদিক পাচ্ছেন দেশ সেরা সংবাদ সম্মাননা পুরস্কার। ‘বিএমএসএফ’ এর জুড়ি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।
জার্মান বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান লিটনকে তার অনুসন্ধানী সাংবাদিকতার জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে। এজন্য পুরস্কারদাতা প্রতিষ্ঠান, সংগঠনটির সভাপতি ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
তিনি বলেন, দেশের ১০জন সাংবাদিককে সেরা সাংবাদিক হিসেবে সম্মাননা প্রদান করছে। আমাকে এই তালিকায় বিবেচনার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এটিএন বাংলা, এটিএন নিউজ, ও কালবেলা পত্রিকার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন সাংবাদিক খান লিটন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত