কসবায় উদ্ধার করা মর্টারশেলের বিস্ফোরণ
| আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৪২
| প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৪২
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাটির নিচ থেকে উদ্ধার করা একটি মর্টারশেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের ধর্মপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল মর্টারশেলটির বিস্ফোরণ ঘটায়।
কসবা থানার ওসি মো আব্দুল কাদের কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কাপ্টেন নাজমুস সাকিবের নেতৃত্বে মর্টারশেলটির বিস্ফোরণ ঘটানো হয়। এর আগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভার বিজিবি ক্যাম্পের পুকুরপাড় থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় মর্টারশেলটি অবিস্ফোরিত অবস্থায় থেকে যায়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত