সীমান্তবর্তী নদীতে পাম্প বসাতে দিচ্ছে না বিএসএফ
ফেনীর পরশুরামে মুহুরি নদীতে পানির পাম্প বসাতে দিচ্ছে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কৃষকরা গত এক সপ্তাহ ধরে চেষ্টা করেও জমি চাষাবাদের জন্য পাম্প চালু করতে পারছে না।
ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের পূর্ব নিজকালিকাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় কৃষকরা জানান, পূর্ব ও পশ্চিম নিজকালিকাপুর এলাকার চাষিরা ‘আদর্শ জনকল্যাণ সমিতি’র অধীনে প্রায় ৭০ একর জমিতে গত ৫০ বছর ধরে মুহুরি নদীর পানি সেচ দিয়ে চাষাবাদ করে আসছে। কিন্তু চলতি মৌসুমে চাষাবাদের জন্য সমিতির পক্ষ থেকে মুহুরি নদীতে পানির পাম্প বসানোর চেষ্টা করলে বিএসএফ বাধা দেয়। স্থানীয় কৃষকরা বিষয়টি নিজকালিকাপুর বিজিবি ক্যাম্পের সদস্যদের অবহিত করেন।
সমিতির ম্যানেজার আব্দুল মালেক বলেন, পূর্ব নিজকালিকাপুর এলাকার বাসিন্দারা গত ৫০ বছর ধরে মুহুরি নদীতে পাম্প বসিয়ে নদীর পানি সেচ দিয়ে চাষাবাদ করে আসছেন। কিন্তু চলতি মৌসুমে নদীতে পাম্প বসাতে গেলে বিএসএফ বাধা দিচ্ছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বিএসএফের সঙ্গে কথা বলেন।
মোশারফ হোসেন বলেন, স্থানীয় কৃষকরা দীর্ঘদিন ধরে মুহুরি নদীর পানি দিয়ে ওই এলাকার কৃষকরা জমি চাষাবাদ করে আসছে। কিন্তু চলতি মৌসুমে নদীতে পাম্প বসাতে গেলে বিএসএফ বাধা দিলে বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। আশা করি দু-একদিনের মধ্যে সমাধান হয়ে যাবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত