সীমান্তে বাঙ্কার নির্মাণ করল বিএসএফ
বাংলাদেশ-ভারতের চলমান উত্তেজনার মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় বাঙ্কার নির্মাণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এমনকি সীমান্তে যে কোনো উত্তেজনা নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে তারা।
শুক্রবার (১০ জানুয়ারি) ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সুকদেবপুর এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ।
জানা গেছে, গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে একাধিক বাঙ্কার তৈরি করেছে তারা। এমনকি সীমান্তে যে কোনো উত্তেজনা নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে বিএসএফ। শুধু তাই নয়, বাংলাদেশ সীমান্তে গ্রামবাসীরা অবস্থান নেওয়ায় শতাধিক ভারতীয়রা সুকদেবপুরের সীমান্ত এলাকায় নানা দেশি অস্ত্র নিয়ে অবস্থান করছে। চ্যানেল ২৪-এর এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
গত কয়েকদিন ধরেই তীব্র উত্তেজনা বিরাজ করছে ভারতের মাহাদিপুর ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকায়। গত সোমবার (৬ জানুয়ারি) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ থ্রি ফেজের কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গেলে সমস্যার সূত্রপাত শুরু হয়। বিতর্কিত ও বিবদমান জমিতে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করছে এমন অভিযোগে নির্মাণকাজে বাধা দেয় বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিবাদের মধ্যে দুই পাড়ের স্থানীয় গ্রামবাসীরা জড়িয়ে গেলে পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। বড় বিপত্তি হওয়ার আগেই পরিস্থিতি সামলে নেয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। এরপর একাধিকবার পতাকা বৈঠক করেও সমাধানে পৌঁছাতে পারেনি কেউ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত