আগুনে পুড়ে বিএনপি নেতার বাবার মৃত্যু

| আপডেট :  ১২ জানুয়ারি ২০২৫, ০৩:২৪  | প্রকাশিত :  ১২ জানুয়ারি ২০২৫, ০৩:২৪

পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে আব্দুল হামিদ নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাহবুবের বাবা।

শনিবার (১১ জানুয়ারি) রাতে ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া নতুন পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে প্যারালাইসড হয়ে যাওয়া আব্দুল হামিদ নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। এ সময় হঠাৎ বাড়িতে আগুন লাগে। আশপাশের লোকজনের শোরগোলে বিষয়টি পরিবারের  নজরে আসে। আগুন লাগার বিষয়টি টের পেয়ে সবাই দ্রুত ঘর থেকে বের হতে পারলেও প্যারালাইসিসে আক্রান্ত আব্দুল হামিদ আর ঘর থেকে বের হতে পারেননি। ফলে ওই ঘরেই তিনি দগ্ধ হয়ে মারা যান। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ও তার মরদেহ উদ্ধার করা হয়। 

ঘটনার বিষয়ে কৃষক দল নেতা মাহবুব জানান, তার বাবা আব্দুল হামিদ অনেক দিন যাবত প্যারালাইসিসের রোগী ছিলেন। তিনি হাঁটাচলা করতে পারতেন না। তার পাশের রুমে তার ছেলের বউ মিতু এবং তার দুই সন্তান ঘুমিয়ে ছিলেন। সবাই রুম থেকে বের হতে পারলেও আব্দুল হামিদ প্যারালাইজড রোগীর কারণে রুম থেকে বের হতে পারেননি। 

চাটমোহর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে কর্তব্যরত কর্মকর্তা  জানান, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত