ভৈরবে আ.লীগ কার্যালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার

| আপডেট :  ১৫ জানুয়ারি ২০২৫, ০২:২৫  | প্রকাশিত :  ১৫ জানুয়ারি ২০২৫, ০২:২৫

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের কার্যালয় থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের কাছে একটি মোবাইল ফোন পাওয়া যায় এবং পাশ থেকে একটি ইনহেলার ও মদের খালি বোতল উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে আওয়ামী লীগের কার্যালয়ের স্বেচ্ছাসেবক লীগের পরিত্যক্ত অফিস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভৈরব থানার ওসি খন্দকার ফুহাদ রুহানী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিচয় শনাক্তকরণের জন্য কাজ করছি। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জে মর্গে পাঠানো হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত