আন্দোলনে পঙ্গুত্ব বরণ করা ইমরানকে দেখতে হাসপাতালে তারিক

| আপডেট :  ২৮ জানুয়ারি ২০২৫, ১২:১২  | প্রকাশিত :  ২৮ জানুয়ারি ২০২৫, ১২:১২

২৪ এর ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের সময় পুলিশের গুলিতে পঙ্গুত্ব বরণ করেন ছাত্রদল নেতা আবদুল্লাহ আল ইমরান। আহত এই নেতাকে দেখতে যান সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর) হাসপাতালে ইমরানকে দেখতে হাসপাতালে তারিক।

তিনি ইমরানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং চিকিৎসার খুঁটিনাটি নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। 
এ সময় তারিক বলেন, ইমরানের মতো সাহসী নেতারা জাতির সম্পদ। তার মতো সংগ্রামী তরুণরা সবসময় দেশ ও গণতন্ত্রের পক্ষে লড়াই করে থাকে।

তিনি আরও জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ইমরানের অবদান অতুলনীয়। তার সাহস ও ত্যাগ আমাদের অনুপ্রেরণা জোগায়। ছাত্রদলের পক্ষ্য থেকে আমরা তার চিকিৎসার জন্য সর্বাত্মক সহায়তা প্রদান করব এবং তার পাশে থাকবো।

ইমরানের চিকিৎসার খোঁজ নিতে গিয়ে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতারা। তারা ইমরানের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ইমরান ১৯ জুলাই রাজধানীর বিজয়নগর থেকে গুলিবিদ্ধ হন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত